Social distancing
সেরা খবর
সেরা ভিডিয়ো
লকডাউন করে কী হল, যেখানে এত লোকের করোনা হচ্ছে এখন। এই প্রশ্ন ঘুরছে অনেকের মনে। এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বললেন লকডাউনের ফলে ৩৭-৭৮ হাজার মানুষের প্রাণ রক্ষা করা গিয়েছে।এছাড়াও প্রায় ১৪-২৯ লক্ষ মানুষের করোনা হওয়াꦇ থেকে রুখেছে লকডাউন, বলে কেন্দ্রের দাবি।
হর্ষবর্ধন বলেন ওই চার মাস সময় ধরে স্বাস্থ্✤যব্যবস্থাকে উন্নত করা হয়েছে, অতিরিক্ত মানব সম্পদকে জড়ো করা হয়েছে করোনা রোখার জন্য। একই সঙ্গে পিপিই, মাস্ক ও ভেন্টিলেটরের উৎপাদন শুরু হয়েছে ভারতে। তিনি বলেন যে আইসোলেশন বেডের সংখ্যা বেড়েছে ৩৬.৩ গুণ, আইসিইউ বেডের সংখ্যা বৃদ্ধি ✅পেয়েছে ২৪.৬ গুণ।
তিনি বলেন এখনও ভারতে প্রতি দশ লক্ষ জনসংখ্যায় কেসের সংখ্যা ৩৩২৮ ও মৃত্যুর সংখ্যা ৫৫, যা সারা বিশ্বের মধ্যে অন্যতম কম। লকডাউনের ফলেই বিপুল সংখ্যক মানুষের (৩৭-৭🌞৮ হাজার) প্রাণ বেঁচেছে বলেও তিনি জানান। সব মিলিয়ে বিশ্বে দ্বিতীয় আক্রান্ত হলেও ভারত🌼ের করোনা রেকর্ডকে এখনও ভালো বলে দাবি করছে কেন্দ্র।