Vizag
সেরা খবর
সেরা ছবি
কীভাবে বাঁচলাম জানি না, ভেবেছিলাম মরেই যাব। এভাবেই গ্যাস লিকের হাত থেকে বেঁঁচে ফেরা এক মহিলা নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন। বৃহস্পতিবার ভোর রাতে রাসায়নিক ফ্যাক্টরিতে গ্যাস লিক হয় বিশাখাপত্তনমে। ঘটনায় ইতিমধ্যেই মৃত ১১, হাসপাতালে ভর্তি শতাধিক।
কিং জর্জ হাসপাতালে ভর্তি থাকা মহিলা জানালেন যে নিশ্বাস নিত♚ে 🧸কষ্ট বোধ করায় প্রখমে তিনি ও তাঁর সন্তানরা ঘুম খেকে উঠে পড়েন। তাঁর কথায়, কিছু বোঝা যাচ্ছিল না। লোকজন রাস্তায় বেরিয়ে যাচ্ছে দেখে আমরাও বেরিয়ে গেলাম। কিন্তু গ্যাসের প্রভাবে জ্ঞান হারিয়েছিলেন তিনি ও শিশুদের থেকে বিচ্ছিন্ন হয়ে যান।
পরে হাসপাতালে গিয়ে তাদের ফিরে পান তিনি। এখনও ঠিক করে কথা বলতে পারছিলেন না ওই মহিলা। তাঁর ꦇসন্তানরা অবশ্য দ্রুত আরোগ্যের পথে।
মৃতদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ক💎থা জানিয়েছে অন্ধ্রপ্রদেশ। ভেন্টিলেটরে যারা আছেন, তাদไের দশ লক্ষ টাকা দেওয়া হবে, ঘোষণা জগন রেড্ডির।