এবার থেকে প্লেনে মিলবে Wi-Fi, দাম ঠিক করবে বিমানসংস্থা
Updated: 03 Mar 2020, 07:40 PM ISTবিমানে ওয়াই ফাই পরিষেবা দেওয়ার অনুমতি দিয়েছে কেন্দ্র। চূড়ান্ত ছাড়পত্র দিয়েছে বিমান নিয়ামক সংস্থা ডিজিসিএ। কিন্তু কত টাকা লাগবে ওয়াই ফাই ব্যবহার করার জন্য, সেই নিয়ে এখনও কিছু জানা যায় নি। এদিন অসামরিক বিমান পরিবহণমন্ত্র🌃ী হরদীপ সিং পুরী বলেন যে এই পরিষেবার দাম কত হবে, তা সংস্থাগুলির ওপর নির্ভর করবে। এটির দাম সরকার বেঁধে দেবে না। তবে ফোন এয়ারপ্লেন মোডে রাখতে হবে বলেও জানান পুরী। ভারতꦓে বোয়িংয়ের ৭৮৭-৯ প্লেনে প্রাথমিক ভাবে মিলবে এই পরিষেবা।