Updated: 24 Oct 2022, 06:25 PM IST
লেখক Sritama Mitra
কালীপুজো ঘিরে বাংলায় দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠে ভক... more
কালীপুজো ঘিরে বাংলায় দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠে ভক্তদের সমাগম চোখে পড়ার মতো। সকাল থেকেই আদ্যাপীঠে ভক্তদের ভিড় রয়েছে। শুরু হয়ে গিয়েছে দেবীর আরাধনার প্রস্তুতি। সাকল থেকেই দেবীমূর্তি সাজানো হচ্ছে ফুলের সাজে। কথিত আছে, অন্নদা ঠাকুর আদ্যাপীঠের পুজোর প্রচলন করেন৷ কালীপুজোর দিন এখানে পূজিতা হন ছোট মা। আদ্যা মা এখানের বড় মা। শাস্ত্রীয় রীতি মেনে এখনে আয়োজিত হয় পুজো পাঠ।