Updated: 29 Aug 2023, 03:31 PM IST
লেখক Ayan Das
চাঁদে কীভাবে সফট ল্যান্ডিং করবে চন্দ্রযান-৩? সেই স্বপ্নের বীজ বুনেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ও। সেই স্বপ্নের বীজ বুনতে সাহায্য করেন যাদবপুরের প্রাক্তনী নির্নিমেষ দেও। তাঁরা সরাসরি ইসরোয় কাজ করেননি। তবে ইসরোর প্রজেক্টে কাজ করেন। যে প্রজেক্টের বিষয় ছিল ‘সফট ল্যান্ডিং’। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -