বাংলা নিউজ >
দেখতেই হবে >
বাংলার মুখ >
Makar Sankranti 2024: ঠান্ডার কাঁপুনি ভুলে গঙ্গাসাগরে ডুব, মা গঙ্গাকে দেখে অজয়ের জলেও পুণ্যস্নান অসংখ্য মানুষের
Updated: 15 Jan 2024, 02:28 PM IST
লেখক Ayan Das
মকর সংক্রান্তি উপলক্ষ্যে গঙ্গাসাগরে পুণ্যস্নান সারলেন অসংখ্য মানুষ। ঘন কুয়াশা ও ঠান্ডা উপেক্ষা করেই মোক্ষলাভের আশায় সাগরে ডুব দেন তাঁরা। এমনিতে রবিবার রাত ১২ টা ১৩ মিনিট থেকে পুণ্যস্নানের সময় শুরু হয়। কিন্তু জোয়ারের কারণে সেইসময় কাউকে সমুদ্রে নামতে দেওয়া হয়নি। অবশেষে রাত তিনটে থেকে পুণ্যস্নান শুরু হয় গঙ্গাসাগরে। স্নান শুরু হতেই সাগরে মানুষের ঢল নামে। বিস্তারিত দেখুন ভিডিয়োয়-