Updated: 20 Jul 2024, 02:44 PM IST
Sayani Rana
রবিবার ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস। শনিবার থেকেই শুরু হয়েছে প্রস্তুতি। সেজে উঠেছে ধর্মতলা চত্বর। জোরকদমে চলছে মঞ্চ প্রস্তুতির কাজ। শহিদদের পরিবারের জন্য আলাদা করে বানানো হয়েছে মঞ্চ। অন্যদিকে রাজ্যের নানা প্রান্ত থেকে কর্মী-সমর্থকরা আজ থেকেই শহরে জমাচ্ছেন ভিড়। পুরুলিয়া, জলপাইগুড়ি, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার থেকে হাওড়া স্টেশনে কর্মী-সমর্থকরা এসে উপস্থিত হচ্ছেন। সেখান থেকে সরকারি বাসে কলকাতার অস্থায়ী ক্যাম্পের উদ্দেশে রওনা দিচ্ছেন তাঁরা। তাঁদের জন্য থাকা ও খাওয়ার বিশেষ বন্দোবস্তও করা হয়েছে। মেনুতে কী কী আছে জানেন? বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।