Updated: 25 Jun 2024, 10:05 PM IST
Sayani Rana
পুরসভার কাজের মান নিয়ে সোমবার দুপুরেই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্ষেত্রে বিশেষ ভাবে সল্টলেক ও বিধাননগর এলাকায় কথা উল্লেখ করেন। ফুটপাথ দখল করা, পানীয় জলের অপচয়, রাস্তার আর্বজনা সাফ না-হওয়া ইত্যাদি নানা বিষয় নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তিনি। এই সব কাজ যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য কড়া নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। আর তাঁর সেই নির্দেশ পেয়েই ড্যামেজ কন্ট্রোল করতে মাঠে নেমে পড়েছেন পুলিশ থেকে পুরসভা সকলে। মঙ্গলবার বিধাননগর পুর নিগমের ৩৭ নম্বর ওয়ার্ডে কেবি ব্লকে ফুটপাতের উপরে থাকা দোকানগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। বিধান নগর সেক্টর ফাইভ অঞ্চলে ফুটপাতের উপর থাকা বেআইনি দোকানগুলোকে সরিয়ে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। বিধান নগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানা থেকে ইন্সপেক্টর ইনচার্জ এর নেতৃত্বে পুলিশ এসে পৌঁছন সেক্টর ফাইভ অঞ্চলে। সেখানে ফুটপাতের উপরে থাকা দোকানগুলোকে তাঁরা চিহ্নিত করেন, তারপর সেই দোকানের মালিকদের নির্দেশ দেন ফুটপাত ফাঁকা করে দেবার জন্য। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।