Updated: 01 Apr 2021, 11:30 PM IST
লেখক Ayan Das
নন্দীগ্রামের বয়ালে রীতিমতো তুলকালাম পরিস্থিতি। কার্যত সম্মুখসমরে অবতীর্ণ হন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কর্মী-সমর্থকরা। ছাপ্পাভোটের অভিযোগ পেয়ে দুপুরে শংকরবেতার গ্রামের সাত নম্বর বুথে যান মমতা। তিনি বুথে ঢুকতেই বাইরে 'জয় শ্রীরাম' স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় র্যাফ নামানো হয়। নিরাপত্তাজনিত কারণে মমতাকে বুথে রাখা হয়। বুথে বসেই রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফোন করেন মমতা। বহিরাগত ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযোগ করেন। ঠিক কী হয়েছিল সেখানে, দেখে নিন -