গান স্যালুটে শ্রদ্ধা, শেষবেলায় রাশিদ ফিরলেন বদায়ূঁ-র জন্ম ভিটেয়
Updated: 10 Jan 2024, 09:06 PM IST লেখক Ranita Goswami না ফেরার দেশে উস্তাদ রাশিদ খান। ১০ জানুয়ারি, বুধবার সকাল থেকেই প্রিয় শিল্পীকে দেখতে রবীন্দ্রসদন চত্ত্বরে উপচে পড়েছিল ভিড়। তাঁর নশ্বর শরীর ঢাকা পড়েছিল ফুল আর মালায়। রবীন্দ্রসদন চত্ত্বরে শিল্পীকে শেষশ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, দেবাশিস কুমার, রাজ চক্রবর্তী। ছিলেন শিল্পীর পরিবার ও নিকট আত্মীয়রা। প্রথমে ঠিক ছিল কলকাতাতেই সমাধিস্থ করা হবে রাশিদ খানকে। তবে সঙ্গীতশিল্পীর ইচ্ছের কথা ভেবে তাঁর পৈত্রিক ভিটে বদায়ূঁতেই তাঁকে সমাধিস্থ করার সিদ্ধান্ত নেয় র🅘াশিদের পরিবার।