হায়দরাবাদে কুকুরের কামড় ঘিরে ভয়াবহ মারধরের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সদ্য একথা জানিয়েছে পুলিশ। এই মারধরের হাড়হিম করা সিসিটিভি ফুটেজ সদ্য ভাইরাল হতে শুরু করেছে। হায়দর﷽াবাদের মধুরানগর পুলিশ স্টেশনের এলাকায় মধ💖ুরানগরে এই মারধরের ঘটনা ঘটে। কী নিয়ে এমন বেধড়ক মারধর চলল? উঠে এল তার তথ্যও।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, একদল যুবক রাস্তায় এগিয়ে এসে এক ব্যক্তি ও তাঁর কুকুরকে মারধর করছেন, ব্যক্তিকে রাস্তায় ফেলে মারধর করা হয়। ওই ব্যক্তির পরিবারের যাঁরা তাঁকে বাঁচাতে এসেছিলেন, তাঁরাও মারধরের শিকার হন। এই গোটা ঘটনার সূত্রপাত গত সপ্তাহের এক ঘটনাকে ঘিরে। সেই দিন, সেই দিন মধু ও তাঁর পরিবারের সকলে মিলে সাইবেরিয়ান হাস্ক জাতের ওই কুকুরকে নিয়ে বেরিয়েছিলেন। পড়শি ধনঞ্জয়দের অভিযোগ তখনই তাঁদের ওই কুকুর হামলা করে। এরপরই দুই পরিবারের মধ্যে ব্যাপক ঝগড়া হয়। দুই তর🙈ফেই পুলিশকে অভিযোগ জানানো হয়।
এরপর বৃহস্পতিবার বিকেলে মধুর ভাই শ্রীনাথ ওই কুকুরকে নিয়ে হাঁটছিলেন। শ্রীনাথের হাতে ওই কুকুরের রাশ ছিল। ভিডিয়োয় দেখা যায়, অন্যদিক থেকে রাস্তায় হেঁটে আসছিলেন কয়েকজন যুবক। তাঁদের দেখে কুকুরটি কিছু করতে যায়। কুকুরের দিকে তাকিয়ে কিছু অঙ্গভঙ্গি করতে দেখা যায় যুবকদের। কয়েক মুহূর্ত পরে, লাঠি হাতে দুজন লোক শ্রীনাথের দিকে ছুটে আসে এবং তাকে মারতে শুরু করে। পুরুষরা ধনুঞ্জয়ের সাথে আছে বলে মনে হয়, এবং পাঁচজনই হামলায় যোগ দেয়। শ্রীনাথ মাটিতে পড়ে যায় যখন আক্রমণকারীরা তাকে ঘিরে ধরে এবং বৃষ্টি হয়। শ্রীনাথের পরিবারের সদস্য হিসেবে চিহ্নিত দুই নারী তাকে উদ্ধার করত🧔ে আসে, কিন্তু হামলা অব্যাহত থাকে। হামলাকারীরা তাদের লাঠি দিয়ে আঘাত করতে থাকে। এক পর্যায়ে, একজন আক্রমণকারী ভয়ঙ্করভাবে কুকুরের দিকে ছুটে যায়, কিন্তু তারপর ঘুরে শ্রীনাথকে মারতে শুরু করে। শ্রীনাথের কুকুরকে বাড়ির দিকে দৌড়াতে থাকে। কিন্তু একজন আক্রমণকারী তা দেখতে পায়। প্রবেশদ্বারের ঠিক পিছনে, আক্রমণকারী কুকুরটিকে শক্তভাবে আঘাত করে এবং এটি মাটিতে পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে হামলাকারীদের ঘটনাস্থল ছেড়ে যেতে দেখা যায়। পরে শ্রীনাথ ও তাঁর বোন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন।