বসন্ত পঞ্চমীতে 'হোলি'! ব্রজের বাঁকেবিহারীর মন্দির মাতল রঙের উৎসবে
Updated: 05 Feb 2022, 06:51 PM ISTবসন্ত পঞ্চমী উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে নানান ঘরানায় চলছে উৎসবের উদযাপন। বাংলা যখন বাগদেবীর আরাধনায় ব্যস্ত, তখন উত্তরপ্রদেশে 'হোলি'র আয়োজন শুরু হয়ে গেল। বসন্ত পঞ্চমী তিথিতে মথুরার বাঁকেবিহারী ♛মন্দিরে আয়োজিত হল হোলির শুভারম্ভের উৎসব। হোলি উপলক্ষ্যে ৪০ দিন ধরে চলবে এই উৎসব।