Updated: 14 Aug 2024, 10:11 PM IST
Sritama Mitra
গোটা রাজ্যে 'মেয়েরা, রাত দখল করো'র ডাকে দিকে দিকে সাড়া পড়েছে। স্বাধীনতা দিবসের আগের রাতে বাংলার দিকে দিকে আর জি কর কাণ্ডের প্রতিবাদে নেমেছেন সাধারণ মানুষ। কোনও রাজনৈতিক রং নয়, শুধু প্রতিবাদ.. আর তীব্র প্রতিবাদ। প্রসঙ্গত, আর জি কর-এ মহিলা চিকিৎসকের মৃত্যুতে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে। তদন্তে প্রাথমিকভাবে কলকাতা পুলিশ থাকলেও, পরে হাইকোর্টের নির্দেশে তদন্তে এখন সিবিআই। এদিকে, নাগরিক সমাজ গর্জে উঠছে এই ধর্ষণ ও খুনের বিরোধিতায়। প্রতিবাদে পিছিয়ে নেই হুগলি। বুধবার সন্ধ্যায় চুঁচুড়ার রাস্তায় প্রতিবাদে সামিল হন শহরের বহু বাসিন্দা। কণ্ঠে একটাই জোরালো দাবি- ‘বিচার চাই।’