Video: এখানে দেবীকে পুজোয় অর্পণ করা হয় সানগ্লাস! কেন প্রচলিত পূজার এমন পরম্পরা?
Updated: 14 May 2022, 03:16 PM ISTগাছগাছালির ছায়া ভরা এলাকা ছত্তিশগড়ের বস্তার। সেখানে কোতমসার গ্রাম। গ্রামের মানুষ এই এলাকার জঙ্গল ও চার জরিবুটি রক্ষায় পুজো করেন দেবী বাস্তাবুদিনকে। এখানের মানুষের বিশ্বাস দেবীকে কালো চশমা বা সানগ্লাস দিলে তিনি জঙ্গলকে রক্ষা করবেন। এই জঙ্গলে কারোর কু নজর পড়বে না। আর সেই কারণেই পুজোয় অ♋র্পণ করা হয় সানগ্লাস। শুধু তাই নয়। সঙ্গে দেওয়া হয় সাদা ফুলের মালা। তিন বছরে ১ বার পুজো হয় দেবী বাস্তাবু💯দিনের। উপজাতি রীতি মেনে এই পুজোয় মনে করা হয়, দেবীই এই জল, হাওয়া, গাছকে উপহার দিয়েছেন। সেই প্রকৃতিকে কুনজর থেকে রক্ষা করতেই এই পুজো।