বাংলাদেশের ৮০ শতাংশ পুরুষ মানসিক নির্যাতনের শিকার। এমনই তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক সমীক্ষায়। তাতে নির্যাতিত পুরুষরা জানিয়েছেন, লোকলজ্জায় এব্যাপারে মুখ খুলতে পারেন না তাঁরা। বাংলাদেশ মেনস রাইটস ফাউন্ডেশন নামে ওই সংস্থার দাবি, বাংলাদেশের ৮০ শতাংশ বিবাহিত পুরুষ মানসিক নির্যাতনের শিকার। এই দাবি মেনে নিয়েছেন সেদেশের মানবাধিকার কর্মীদের একাংশও। সঙ্গে তাঁরা জানিয়েছেন, সামাজিক লজ্জার ভয়ে তাঁরা এব্যাপারে কোনও কথা বলতে পারেন না।পুরুষদের ওপর নির্যাতন বন্ধে আইন সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি। এমনকী অধিকার নিয়ে সচেতন করতে প্রতি বছর বাংলাদেশে ১৯ নভেম্বর পুরুষ দিবস পালন করছে তারা। দাম্পত্য সম্পর্কে নির্যাতনের শিকার এক ব্যক্তি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আমি নির্যাতনের শিকার হয়ে বহু মানবাধিকার সংগঠনের কাছে গিয়েছি। কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। শেষে আমরা এই সংগঠন তৈরি করেছি। সংগঠনের চেয়ারম্যান শেখ খইরুল আলম বলেন, ‘আমাদের কাছে প্রতিদিন ফোনে পুরুষরা চোখের জল ফেলেন। লজ্জায় তারা নির্যাতনের কথা বলতে পারেন না। কোনও নারী নির্যাতনের শিকার হলে বিভিন্ন সংগঠনের সাহায্য পান, পুরুষদের তেমন সুযোগ নেই। তাই এই সংগঠনটি করেছি।’