নির্দিষ্ট সময়ের থেকে অন্তত ৫ দিন দেরিতে কেরলে ঢুকছে বর্ষা। শুক্রবার এমনই পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। গত বুধবার জারি এক পূর্বাভাসে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, সময়ের ৪ দিন আগে ১৬ মে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছবে বর্ষা। সাধারণত ১ জুন কেরলে পৌঁছয় বর্ষা। তবে এবার তা ৫ জুন পৌঁছতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে পূর্বাভাস সর্বোচ্চ ৪ দিন কম বা বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। চলতি বছর ২২ মে আন্দামানে বর্ষা আসতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছিল মৌসম ভবন। কিন্তু বুধবার তারা জানায়, সময়ের আগে সেখানে আসবে বর্ষা। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের জন্য আন্দামানে বর্ষার আগাম আগমন ঘটবে বলে জানানো হয়। গত বছরও সময়ের আগে ১৮ মে আন্দামানে এসেছিল বর্ষা। যদিও গতবছর কেরলে বর্ষা ঢোকে ৮ জুন। সাধারণত ৭ জুন কলকাতায় বর্ষার আগমন হয়। তবে গত বছর কলকাতায় বর্ষা এসেছিল প্রায় ১ সপ্তাহ দেরিতে। বর্ষার প্রথম দিকে পশ্চিমবঙ্গজুড়ে বৃষ্টিপাতের ঘাটতিও ছিল মারাত্মক। নির্দিষ্ট সময়ের থেকে অন্তত ৫ দিন দেরিতে কেরলে ঢুকছে বর্ষা। শুক্রবার এমনই পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। গত বুধবার জারি এক পূর্বাভাসে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, সময়ের ৪ দিন আগে ১৬ মে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছবে বর্ষা। সাধারণত ১ জুন কেরলে পৌঁছয় বর্ষা। তবে এবার তা ৫ জুন পৌঁছতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে পূর্বাভাস সর্বোচ্চ ৪ দিন কম বা বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। চলতি বছর ২২ মে আন্দামানে বর্ষা আসতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছিল মৌসম ভবন। কিন্তু বুধবার তারা জানায়, সময়ের আগে সেখানে আসবে বর্ষা। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের জন্য আন্দামানে বর্ষার আগাম আগমন ঘটবে বলে জানানো হয়। গত বছরও সময়ের আগে ১৮ মে আন্দামানে এসেছিল বর্ষা। যদিও গতবছর কেরলে বর্ষা ঢোকে ৮ জুন। সাধারণত ৭ জুন কলকাতায় বর্ষার আগমন হয়। তবে গত বছর কলকাতায় বর্ষা এসেছিল প্রায় ১ সপ্তাহ দেরিতে। বর্ষার প্রথম দিকে পশ্চিমবঙ্গজুড়ে বৃষ্টিপাতের ঘাটতিও ছিল মারাত্মক।