বাংলা নিউজ >
দেখতেই হবে >
ষষ্ঠীর সাজে ঝলমলে কাজল, গল্প জুড়লেন বোনের সঙ্গে, সাজে কে কাকে টেক্কা দিলেন?
Updated: 09 Oct 2024, 10:48 PM IST
লেখক Priyanka Mukherjee
দুর্গাপুজো ঘিরে সেজে উঠেছে মায়ানগরীও। আর মুম্বইয়ের দুর্গাপুজো মানেই মুখার্জিদের পুজো। সেই পুজোর মধ্যমণি হয়ে থাকেন বাড়ির দুই উমা কাজল ও রানি। সব কাজ ফেলে তাঁরা হাজির হন মায়ের আরাধনায়। ষষ্ঠীর দিনে ধরা পড়ল সেই ছবি। মুম্বইয়ের দুর্গাপুজো বলতে প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে নর্থ বম্বের সার্বজনীন দুর্গাপুজো, যা মূলত মুখার্জিদের পুজো নামেই পরিচিত। এই বছর বড় বদল এসেছে এই পুজোয়। ‘টিউলিপ স্টার হোটেল’-এ আয়োজন করা হত পুজোর। এবার ভেনু বদলেছে। জুহুর ‘এসএনডিটি উইমেন্স ইউনিভার্সিটি’র সামনে তৈরি হয়েছে পুজো মণ্ডপ।