বাংলা নিউজ >
দেখতেই হবে > Neem Phooler Madhu: 'নিম ফুলের মধু'র শেষদিনের শ্যুটিং, আবেগতাড়িত কলা-কুশলীরা
Neem Phooler Madhu: 'নিম ফুলের মধু'র শেষদিনের শ্যুটিং, আবেগতাড়িত কলা-কুশলীরা
Updated: 28 Feb 2025, 11:32 PM IST সম্পাদনা করেছেন Ranita Goswami ‘সৃজন’- রুবেল শ্যুটিং শেষ করেছিলেন কয়েকদিন আগেই। আর শুক্রবার সারাদিনই শ্যুটিং করলেন 'নিম ফুলের মধু' অভিনেতা-অভিনেত্রীরা। এদিন সোনালি কাঞ্জিভরমে সেজে উঠেছিলেন 'পর্ণা' ওরফে অভিনেত্রী পল্লবী শর্মা। শ্যুটিংয়ের ফাঁকে হল জমিয়ে পেটপুজো। মেনুতে ছিল ভাত, ডাল, ভাজাভুজি, তরকারি, মাংস, চাটনি, মিষ্টি সহ ছিল আরও কত কী...। এদিন তই স💧কাল থেকে ইন্দ্রপুরী স্টুটিওতে ছিল হইচই। তদরকি করতে দেখা যায় পল্লবীকে। এদিন সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রী কাটলেন সিরিয়ালের নাম লেখা নীল-সবুজ রঙের একটি কেক। সকলে সঙ্গে শেষদিনে সামিল হতে সেসময় উপস্থিত ছিলেন রুবেলও। ছিলেন অরিজিতা মুখোপাধ্যায়, সোমু সরকার, তনুশ্রী গোস্বামী সহ আরও অনেকেই। এসেছিলেন ‘নিম ফুলের মধু’র মৌমিতা ওরফে অন্তঃসত্ত্বা মানসীও। তবে কাঁদবেন না কেউ, এদিন এই প্রতিজ্ঞাই করেছিলেন এই সিরিয়ালের কলাকুশলীরা। তাই অনেক কষ্টে আবেগকে সামলালেন সকলে। তবে এর মাঝেও অনেকের চোখ ছল ছল করে উঠল।