বাংলা নিউজ >
দেখতেই হবে >
Shobuj Kali: বাঁশির সুরে পূজিতা হন মা.. হরিপালের সবুজ কালীর ভোগে পড়ে ইলিশ
Updated: 29 Oct 2024, 04:59 PM IST
Laxmishree Banerjee
প্রাচীন রীতি মেনেই চলে আসছে অধিকারী বাড়ির সবুজ কালী পুজো। হুগলীর হরিপালের প্রসিদ্ধ সিদ্ধেশ্বরী কালী মন্দিরে মহাকালীর গায়ের রং একেবারে সবুজ, তাই নাম তাঁর সবুজ কালী। প্রাচীন তন্ত্র মতে, বাঁশির সুরে এখানে পূজিত হন মা, খান আমিষ ভোগ। জুঁই ফুলের মালা পরে ইলিশ মাছ খান সবুজ কালি। দেবীর অপার মহিমা জানুন এখানে।