'রবীন্দ্রনাথকে নোবেল দিয়ে অপমান করা হয়, সেকারণেই নোবেল চুরি ', বক্তা কে ?
Updated: 10 May 2022, 03:26 PM ISTরবীন্দ্রনাথকে নোবেল 🤡দিয়ে অপমান করা হয়েছিল। সেই কারণেই বাংলার ছেলেরা সেটি চুরি করে নিয়েছিল। ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী এমন বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। কবিগুরু জন্মদিনে ভাতারের ব্লক তৃণমূল অফিসের সামনে একটি অনুষ্ঠান চলছিল। সেখানে যোগ দিয়ে বক্তব🍨্য রাখতে উঠে একথা বলেন তিনি। একইসঙ্গে কিনি বলেন, 'রবীন্দ্রনাথ ঠাকুরকে জানুন শিখুন রবীন্দ্রনাথকে না জানলে কিচ্ছু করার নাই।' বিষয়টি নিয়ে মুখ খোলেন পূর্ব বর্ধমান জেলা যুব কংগ্রেসের সভাপতি গৌরব সমদ্দার। তিনি বলেন, এর থেকে ভালো কিছু তৃনমূল বিধায়কদের কাছে পাওয়া যাবে না।