Updated: 22 May 2020, 10:29 PM IST
লেখক Arghya Prasun Roychowdhury
করোনা আক্রান্তের সংখ্যা যেখানে বাড়ছেই, তাহলে লকডাউন করে লাভ কি হল? এই প্রশ্ন এখন অনেকেরই মনে। তারই এদিন জবাব দিল কেন্দ্র। বিভিন্ন অঙ্কের মডেলের সাহায্যে এটা বলা হল যে লক্ষাধিক মানুষের প্রাণ হয়তো বেঁচে গেল এই চার দফার লকডাউনের জেরে।
Boston Consulting Group (BCG) মডেল অনুযায়ী ১.২-২.১ লক্ষ মানুষের জীবন বেঁচেছে। একই সঙ্গে ৩৬-৭০ লক্ষ মানুষ করোনাপজিটিভ হতে পারতেন লকডাউনের অভাবে।
আরেক মডেল অনুযায়ী ৬৮ হাজার মৃত হত ও ২৩ লক্ষ পজিটিভ কেস, লকডাউন না করলে। তৃতীয় মডেল অনুযায়ী ৭৮ হাজার প্রাণ বেঁচেছে। অধিকাংশ অ্যাক্টিভ কেস পাঁচটি রাজ্যে ও ৬০ শতাংশ কেস পাঁচটি শহরে সীমাবদ্ধ, একথাও মনে করিয়ে দেন সরকারের বিশেষ করোনা গ্রুপের সদস্যরা। সংক্রমণকে তারা একটি সীমিত ভৌগলিক অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ রাখতে পেরেছেন বলে জানানো হয়।