ছয় সপ্তাহে করোনা কেস দ্বিগুণ হয়েছে, এরকম মহামারী আগে আসেনি, বলছে অসহায় WHO
Updated: 27 Jul 2020, 10:01 PM IST HT Bangla Correspondent WHO-এর ডিরেক্টর জেনারেল টেডরস ঘেবরেসাস জানিয়েছেন যে ক্রমশ ঘোরালো হচ্ছে কোভিড পরিস্থিতি। সারা বিশ্বে করোনা আক্রান্ত প্রায় ১.৬ কোটি মানুষ করোন🍸ায় আক্রান্ত করেছেন এখনও পর্যন্ত। মারা গিয়েছেন ৬.৪ লক্ষ মানুষ। করোনাকে মহামারী বলার ছয় মাস পূর্ণ হবে ৩০ জুলাই। টেডরোস বলেন যে এই নিয়ে ষষ্ঠ বার বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনও অসুখকে মহামারী বলে ঘোষণা করেছে, কিন্তু এর আগে এমন তীব্রতা ছিল না সেগু🌃লির। টেডরোস এদিন বলেন যেখানেই নিয়ম মানা হচ্ছে না, কেসের সংখ্যা বাড়তে বাধ্য। কবে করোনার টিকা আসবে, এখন তার জন্যেই আশায় বুক বেঁধে আছেন সবাই। তবে সেটাও যে খুব জলদি হবে না, তা বলাই বাহুল্য। টেডরোস বলেন যে এই সপ্তাহে তিনি আপৎকালীন কমিটির বৈঠক ডেকেছেন যারা পুরো করোনা পরিস্থিতির বিষয়টি আবার খতিয়ে দেখবে ও তাঁকে 🍃পরামর্শ দেবে পরবর্তী পদক্ষেপের বিষয়।