Updated: 01 Sep 2020, 09:37 PM IST
HT Bangla Correspondent
দিল্লিতেই পঞ্চভূতে বিলীন হয়ে গেল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নশ্বর দেহ। তাঁর অসংখ্য অনুরাগী যারা বাংলায় স্থিত, তারা শেষবারের মতো দেখতে পেলেন না প্রিয় জননেতাকে। এই নিয়ে নিজের আক্ষেপের কথা জানালেন প্রণব পুত্র অভিজিৎ।
তিনি সাংবাদিকদের জানান যে কোভিডের জেরে নানান বিধিনিষেধ না থাকলে তাঁরা প্রণববাবুর শবদেহ বাংলায় নিয়ে যেতেন। এদিন পিপিই কিট পরে শেষকৃত্য সম্পন্ন করেন অভিজিতবাবু। যদিও তিনি জানান যে কোভিডের জন্য নয়, মস্তিস্কে অস্ত্রোপোচার থেকেই শেষপর্যন্ত মৃত্যু হয়েছে তাঁর পিতার।
কোভিডের জন্য বিধিনিষেধ থাকায় অন্ত্যেষ্টি ক্রিয়ার সময়েও বেশি কেউ উপস্থিত ছিলেন না।