Updated: 16 Mar 2021, 12:30 PM IST
লেখক Ayan Das
‘বিরলের থেকে বিরলতম ঘটনা’। বাটলা হাউসকাণ্ডে ইন্সপেক্টর মোহনচাঁদ শর্মাকে হত্যার ঘটনায় জঙ্গি আরিজ খানের মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে দিল্লির একটি আদালত। তারপরই কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়দের ক্ষমা চাওয়ার দাবি জানালেন কেন্দ্রীয়মন্ত্রী তথা বিজেপি নেতা প্রকাশ জাভড়েকর। তিনি বলেন, ‘দেশের কাছে বার্তা গেল যে সন্ত্রাসবাদের শাস্তি এটাই। কিন্তু সোনিয়া গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, দিগ্বিজয় সিংয়ের মতো মানুষরা পুলিশের তদন্তের দিকে আঙুল তুলেছিলেন। আর একদিকে থেকে জঙ্গিদের পক্ষে ছিলেন। আজ আমার দাবি যে দেশের কাছে ক্ষমা চান ওঁরা। এটাই হবে প্রায়শ্চিত্ত।’ দেখুন বিস্তারিত -