কেন্দ্রের নির্দেশের পর দিল্লির বাড়ি ছেড়ে দিলেন প্রিয়াঙ্কা গান্ধী
Updated: 31 Jul 2020, 10:19 AM IST লেখক HT Bangla Correspondent প্রায় দুই দশকের ওপর ছিলেন এই বাড়িতে। কংগ্রেসের অনেক ওঠা-পড়ার সাক্ষী লোধি এস্টেটের বাংলো ছেড়ে🌱 অবশেষে নতুন ঠিকানায় প্রিয়াঙ্কা গান্ধী বঢড়া। আপাতত অস্থায়ী ভাবে একজায়গায় থাকছেন প্♋রিয়াঙ্কা গান্ধী যতদিন পাকা ব্যবস্থা হয়। এসপিজি নিরাপত্তা উঠে যাওয়ার এই বাংলো পাওয়ার অধিকার খুইয়েছিলেন প্রিয়াঙ্কা। সরকার তাঁকে এক মাসের নোটিস দেয় উঠে যেতে। সেই অনুযায়ী মাসের শেষে বাড়ি ছাড়লেন তিনি। পিডবলুডি-র অফিসাররা এসে চাবি নিয়ে নেন। এরপর সেখানে থাকবেন বিজেপি-র অনি🌱ল বালুনি। এই মাসের শুরুতেই যাবতীয় পাওনা গণ্ডা চুকিয়ে দেন প্রিয়াঙ্কা। তবে তারপরেও হয় বিতর্ক। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী অভিযোগ করেন যে কংগ্রেস হাই কম্যান্ডের ঘনিষ্ঠ এক বরিষ্ঠ নেতা তাঁকে ফোন করে বলেন প্রিয়াঙ্কাকে যাতে ওখানেই থাকতেꦆ দেওয়া হয়। প্রিয়াঙ্কা গান্ধী যদিও বলেন যে তিনি তদ্বির করতে বলেননি। ১৯৯৭ সাল থেকে এই বাড়িতে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। অবশেষে তাঁকে ল্যুটিয়েন্স দিল্লি ছাড়া করল মোদী সরকার।