অন্য রাজ্য থেকে লোক ট্রিটমেন্ট করতে এলে দিল্লির হাসপাতাল ভরে যাবে-কেজরিওয়াল
Updated: 01 Jun 2020, 07:50 PM IST HT Bangla Correspondent দিল্লির মানুষদের চিন্তার কোনও কারণ নেই, পর্যাপ্ত বেড আছে কোভিড চিকিত্সার জন্য। একই সঙ্গে তিনি বলছেন যে বাইরের রাজ্যের লোক এলে সব বেড ভরে যাবে। এই অজুহাতে রাজ🌸্যের বর্ডার সাতদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন অরবিন্দ কেজরিওয়াল। তবে এই সিদ্ধান্ত জনগণ সমর্থন করে কিনা, সেটা আগামী শুক্রবারের মধ্যে জানাতে বলেছেন কেজরিওয়াল। অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্💫রীর এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর।🐼 এটিকে তুঘলকি সিদ্ধান্ত বলে অভিহিত করে, গম্ভীরের প্রশ্ন, অন্য রাজ্যের মানুষ কী ভারতীয় নয়, তাদের কী দেশের রাজধানীতে চিকিত্সা করানোর অধিকার নেই?