HTLS 2020-করোনা টিকা বণ্টন করতে কত বাজেট ধার্য করছে সরকার, উত্তর দিলেন নির্মলা
Updated: 04 Dec 2020, 11:06 PM IST HT Bangla Correspondent প্রধানমন্ত্রী বলেছেন আর কয়েক সপ্তাহের মধ্যেই তৈরি হয়ে 🦋যাবে করোনা টিকা। হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এসে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রের টিকাকরণের পরিকল্পনা নিয়ে প্রশ্নের উত্তর দিলেন। ঠিক কত টাকা ধার্য করা হবে করোনা টিকা বণ্টনের জন্য, সেই নিয়ে নির্দিষ্ট কিছু বলতে চান নি অর্থমন্ত্রী। তিনি বলেন যে টিকা 𝓡কতবার নিতে হবে, কত ব্যবধানে নিতে হবে, তার ওপরে নির্ভর করবে যে কত টাকা লাগবে। সেই সব তথ্য পাওয়ার পরেই বাজেটে টাকা ধার্য করা হবে বলে জানান নির্মলা সীতারামন। করোনাকালে ধীরে ধীরে অর্থনীতি যে ঘুরে দাঁড়াচ্ছে, এদিন সেই বিষয়টির ওপর জোর দেন তিনি। সরকারের কিছু হস্তক্ষেপের মাধ্যমে মুদ্রাস্ফীতিও কাবু হয়ে যাবে বলে আশ্বাস দেন অর্থমন্ত্রী।