Updated: 19 Jun 2020, 03:15 PM IST
HT Bangla Correspondent
২০টি রাজ্যসভার আসনের জন্য দেশের বিভিন্ন প্রান্তে ভোট হচ্ছে। শুক্রবার সন্ধ্যের মধ্যেই ভোটের ফলাফল এসে যাবে বলে আশা করা হচ্ছে। করোনার জন্য বেশ কিছুদিন পিছিয়ে গিয়েছিল ভোট। অবশেষে হচ্ছে নির্বাচন।
যাবতীয় নজর গুজরাত, রাজস্থান ও মণিপুরের ওপর। এই তিন রাজ্যেই ক্রস ভোটিংয়ের সম্ভাবনা আছে। গুজরাত ও রাজস্থানে যেমন কংগ্রেস শিবিরে ফাটল দেখা যাচ্ছে, মণিপুরে ঘর গোছাতে হিমশিম খাচ্ছে বিজেপি। মণিপুরে আদৌ বিজেপি সরকার টিকবে কি না, সেটার একটা বড় আভাস এদিন পাওয়া যাবে। প্রত্যেকটি ভোটই রাজ্যসভায় গুরত্বপূর্ণ। তাই করোনা আক্রান্ত অবস্থাতেও কিছু বিধায়ক ভোট দিতে গেলেন কিছু রাজ্যে।