Updated: 22 Feb 2023, 08:29 PM IST
লেখক Sritama Mitra
২০২১ সালের সেপ্টেম্বরে মুন্দ্রা বন্দরের মাদককাণ্ডে সোমবারই দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে NIA। তদন্তকারী সংস্থার চার্জশিটে ২২ জন ও ৭ টি সংস্থার বিরুদ্ধে রয়েছে অভিযোগ। অভিযোগ রয়েছে, বন্দর থেকে উদ্ধার মাদক বিক্রি করে পাকিস্তানের জঙ্গি সংগঠনের কাছে টাকা পাঠানোর ছক ছিল। অভিযোগ, টাকা পৌঁছনর গন্তব্য ছিল পাকিস্তানের লস্কর ই তৈবার কাছে। যে টাকা থেকে ভারতে নাশকতার ছক বুনত ওই জঙ্গি সংগঠন। প্রসঙ্গত, গৌতম আদানির পরিচালিত এই মুন্দ্রা বন্দর। আর গুজরাটের এই বন্দর থেকে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর ২,৯৮৮ কেজির আফগানি মাদক উদ্ধার হয়। গোটা মামলায় এক আফগান ব্যক্তির নামও উঠে আসছে সদ্য পেশ হওয়া চার্জশিটে। সব মিলিয়ে এনআইএর চার্জশিটে চাঞ্চল্য তুঙ্গে।