Updated: 11 Jul 2020, 06:36 PM IST
HT Bangla Correspondent
কোভিডের জন্য বারবার করে বলা হচ্ছে মাস্ক পরার কথা। কিন্তু অনেকেরই কোনও হেলদোল নেই। মাস্ক না পরেই ঘুরছেন।
তামিলনাড়ুতে একটি রেস্তোরাঁ এবার অভিনব পন্থা বার করেছে মাস্ক নিয়ে সচেতনতা বৃদ্ধি করার জন্য।
মাদুরাইয়ের এই রেস্তোরাঁ জানিয়েছে অনেকেই মাস্ক পরছেন না। তাই এখন মাস্ক পরোটা বানানো হচ্ছে। তৃপ্তিভরে খাচ্ছেনও গ্রাহকরা। করোনা আক্রান্তের হিসাবে তৃতীয় স্থানে রাজ্য। এই অভিনব প্রচেষ্টায় সচেতনতা একটু বাড়ে কিনা, সেটাই দেখার।