কৃষি আইনের প্রতিবাদে দিল্লির ইন্ডিয়া গেটে ট্র্যাক্টর পোড়ালেন কংগ্রেস কর্মীরা
Updated: 28 Sep 2020, 02:42 PM IST HT Bangla Correspondent কৃষি আইনে𝕴র প্রতিবাদে এবার আক্ষরিক অর্থেই প্রতিবাদের আঁচ♍ বৃদ্ধি করলেন কংগ্রেস কর্মীরা। সোমবার ভোর বেলায় দিল্লি রাজপথে জ্বলল ট্র্যাক্টর। এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ পঞ্জাব যুব কংগ্রেসের কর্মীরা ইন্ডিয়া গেটের সামনে এই কাজ করেন। পূর্বপরিকল্পিত ভাবে একটি লরি করে ট্র্যাক্টর আনা হয় পোড়ানোর জন্য। এরপর আগুন ধরিয়ে দেওয়া হয়। দিল্লি পুলিশ জানিয়েছে আগুন নেভান♒োর পর ট্র্যাক্টরটি সরিয়ে দেওয়া 🙈হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। বিজেপি নেতা বলেন যে এতে কংগ্রেসের স্বরূপ প্রকাশ হয়ে গিয়েছে। কৃষকদের হাল চাষ করার কাজ ব্য়বহৃত ট্র্যাক্টর কি꧒ ভাবে কংগ্রেস পুড়িয়ে দিতে পারে, সেই প্রশ্ন করেন তিনি।