উপজাতি সংস্কৃতি সংরক্ষণে অভিনব উদ্যোগ এই স্কুলে! জানেন এখানে কী হয়?
Updated: 16 Mar 2022, 09:33 PM ISTযাতে পরবর্তী প্রজন্ম নিজেদের সংস্কৃতি থেকে বিচ্যূত না হয়ে পড়ে, তার জন্য এই অভিনব উদ্যোগ। এই স্কুলটি মহারাষ্ট্রের গাড়চিরোলিতে। সেখানে উপজাতি সংস্কৃতিকে ধরে রাখতে রয়েছে অভিনব পঠনপাঠনের ঘরানা। পড়ুয়াদের এখানে শেখানো হয় গন্ডি ভাষা। যাতে সময়ের সঙ্গে সঙ্গে এই ভাষা সংরক্ষিত থাকে। এছাড়াও এখানে হিন্দি, ইংরেজি, মারাঠি,🍨 অঙ্কের মতো বিষয়ও রয়েছে পঠন পাঠনে।