শাহিন বাগ, জেএনইউ ও জামিয়ায় গিয়ে CAA বিরোধী বিক্ষোভকারীদের কুর্নিশ থারুরের
Updated: 13 Jan 2020, 12:49 PM ISTসিএএ বিরোধী আন্দোলনে ইসলামিক স্লোগান ওঠা নিয়ে আপত্তি জানিয়ে বিতর্কে জড়িয়েছিলেন শশী থারুর। এবার যদিও জেএনইউ, জামিয়া ও শাহিন বাগে প্রতিবাদ বিক্ষোভে গিয়ে সমর্থন জানালেন এই কংগ্রেস নেতা। প্রথমে জামিয়ায় যান থারুর। পরের গন্তব্য শাহিন বাগ, যেখানে মূলত মহিলারা প্রতিবাদ করছেন। থারুর বলেন প্রতিবাদীরা দিল্লির গর্ব ও দেশের আত্মা। সিএএকে বৈষম্যমূলক বলে দাবি করেন শশী থারুর।যেই আদর্শে দেশ স্বাধীন হয়েছিল তার পরিপন্থী এটি বলে মনে করেন তিনি। মহাত্মা গান্ধীর আদর্শের বিরোধী সিএএ বলে মনে করেন থারুর। জামিয়ায় ছাত্রদের ওপর আক্রমণ দেশের লজ্জা, বলেও কড়া প্রতিক্রিয়া দেন তিনি। দেশের কোনও নাগরিককে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দেওয়া মেনে নেওয়া হবে না বলেও জানান থারুর। জামিয়ায় একটি কবিতাও পাঠ করেন তিনি, বলেন না মেরা হ্যায়, না তেরা হ্যায়, ইয়🎉ে হিন্দুস্তান সবকা হ্যায়, না সমঝেঙ্গে ইয়ে বাত তো নুকসান সব কা হ্যায়। কবি ইকবালকেও জামিয়ায় স্মরণ করেন কংগ্রেস নেতা। থারুর বলেন ছাত্রদের ভুললে চলবে না যে খিলাফাট আন্দোলনেরও প্রতিবাদ করেছিল জামিয়া। নিজের রাষ্ট্রসংঘের অভিজ্ঞতার কথা ব্যবহার করে থারুর বলেন যে যারা অত্যাচারিত হয়ে অন্য দেশ থেকে আসছেন তাদের আশ্রয় দেওয়া উচিত। তাদের ধর্ম, বর্ণ, জাতি ইত্যাদি দেখার প্রয়োজন নেই।