Video: প্রতিবাদের ঝড়ে অগ্নিগর্ভ শ্রীলঙ্কা! লাগামহীন আর্থিক সংকটে দ্বীপরাষ্ট্র
Updated: 01 Apr 2022, 08:33 PM ISTহাতের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। আর্থিক সংকটে জেরবার শ্রীলঙ্কা। লাগামহীন মূল্যস্ফীতির মাঝেই রাষ্ট্রপতি রাজাপক্ষের বাড়ির সামনে হিংসার ছবি উঠে আসতে শুরু🍌 করেছে। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ থাকছে না শ্রীলঙ্কার বিভিন্ন জায়গায়। ভাঁড়ারে নেই জ্বালানির খরচ আমদানীর অর্থও। প্রতিবাদে সরব হয়ে সেখানে রাষ্ট্রপতির বাড়ির সামনে চলছে সহিংস প্রতিবাদ। বহু প্রয়োজনীয় ওষুধের অভাব দেখা দিতে শুরু করেছে শ্রীলঙ্কার হাসপাতালগুলিতে। কলম্বোতে জারি হয়েছে কার্ফু। দাম পড়ছে শ্রীলঙ্কার মুদ্রার। সেখানে আর্থিক আপৎকাল কার্যত সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। রাষ্ট্রপতির বাসভাবনের সামনে দ🗹াঁড়িয়ে মুদ্রাস্ফীতি বিরোধী স্লোগানে সরব হন প্রতিবাদীরা। পাথর ছোঁড়া বা ব্যারিকেড ভাঙার চেষ্টা হলে পুলিশ পাল্টা টিয়ার গ্যাস ছোঁড়ে। বিভিন্ন রিপোর্টে জানা যাচ্ছে, ঋণ পরিশোধের অর্থ টুকুও শেষ শ্রীলঙ্কার। গত ২ বছরে দেশটির ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ পড়েছে ৭০ শতাংশ (ফেব্রুয়ারি)। পরিবাহনে বড়সড় ফাঁক তৈরি করেছে জ্বালানির যোগানের কমতি। বিষয়টি নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা করতে তৈরি হচ্ছে শ্রীলঙ্কা।