Covid-19: নার্সদের উত্ত্যক্ত করার অভিযোগ তবলিগি জামাতের সদ্যদের বিরুদ্ধে, অভিযোগ দায়ের
Updated: 03 Apr 2020, 11:24 AM ISTনিজামুদ্দিনে তবলিগি জামাতের সভায় যাওয়া কিছু ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। তাদের বিরুদ্ধে অশোভন ব্যবহার, অসহযোগিতা সহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করেছে গাজিয়াবাদ পুলিশ।গাজিয়াবাদের এসএসপি কলানিধি নৈথানি জানিয়েছেন যে আইপিসির ৩৫৪, ২৯৪ ও ২৭০ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। আক্রান্ত নার্স ও এই ঘটনার সাক্ষীদের বয়ান সংগ্রহ করছে পুলিশ। অতিরিক্ত জেলাশাসক ও গাজিয়াবাদ পুলিশ প্রধান যৌথ ভাবে এই তদন্ত করছে। অভিযোগ, নিজামুদ্দিনের মার্কাজ থেকে করোনাভাইরাসের সন্দেহে তবলিগি 😼জামাতের অনেক🎶 সদস্যদের গাজিয়াবাদে পরীক্ষার জন্য নিয়ে যেতে হয়। সেখানে নার্সদের সঙ্গে অভদ্র আচরণ করে তারা। তাদের সামনে অর্ধ -উলগ্ন হয়ে ঘুরে বেড়ানো, অশ্লীল গান গাওয়া, সিগারেটের জন্য দাবি-এমনই অভিযোগ উঠেছে জামাতের সদস্যদের বিরুদ্ধে। একই সঙ্গে পুলিশদের ওপর থুতু ছিটিয়েছে তাবলিগের সদস্যরা। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসেছে পুলিশ। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন পুলিশ সুপার।