Video: মদনমোহনের পুজো দিয়ে শুরু হবে কোচবিহারের বিখ্যাত রাস উৎসব
Updated: 15 Nov 2024, 04:07 PM IST Laxmishree Banerjee উত্তরবপূর্ব ভারতের বিখ্যাত মেলা কোচবিহারের রাসমেলা শুরু হতে চলেছে। বিশেষ পুজো ও অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হচ্ছে রাজনগরের ঐতিহ্যবাহী রাস উৎসব। প্রথমদিন নিয়ম মেনে মদনমোহন মন্দির প্রাঙ্গনে মদনমোহনেই পুজো ও যজ্ঞের পরই সূচনা হবে মেলার। কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মীনা রাস মেলার সূচনা করবেন। জেলাবাসীর সুস্থতা এবং মঙ্গল প্রার্থনায় পুজো দেবেন জেলাশাসকও। শুধু কোচবিহারের মানুষ নন, বাংলার পাশাপাশি, আসাম থেকেও বহু মানুষ এই মেলায় ভিড় জমান। এমনকি ইউনেস্কোর তালিকায়ও ইতিমধ্যে জায়গা 𝔍করে নিয়েছে কোচবিহারের রাস মেলা।