Updated: 08 Mar 2025, 05:07 PM IST
লেখক Ranita Goswami
#bhamini #priyankasarkar #tathagatamukherjee বাংলা ভাষা তিনি বিশেষ বলতে পারেন না, তবে বুঝতে পারেন বেশ ভালোই। এর আগে অবশ্য তামিল, তেলুগু, কন্নড়, ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় মরাঠি অভিনেতা, উমাকান্ত পাতিল। কাজ করেছেন ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’, ‘সূর্যবংশী’, ‘জওয়ান’, বা ‘সার্কাস’-এর মতো বলিউডের পর। তবে এই প্রথম বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন উমাকান্ত পাতিল। ছবির নাম 'ভামিনী'। তিনি ছাড়াও এই ছবিতে রয়েছেন উমাকান্ত ছাড়াও ছবিতে যে দু’জন অভিনেতা মুখ্য চরিত্রে রয়েছেন, তাঁরা প্রিয়াঙ্কা সরকার এবং তথাগত মুখোপাধ্যায়।