বাংলা নিউজ >
দেখতেই হবে >
'আর পাঁচটা বলিউডি হরর ফিল্মের চেয়ে আলাদা ভূত:দ্য হন্টেড শিপ', বললেন ভিকি কৌশল
Updated: 20 Feb 2020, 06:14 PM IST
HT Bangla Correspondent
বলিউডের লেটেস্ট হার্টথ্রব তিনি। কখনও তিনি পাশের বা... more
বলিউডের লেটেস্ট হার্টথ্রব তিনি। কখনও তিনি পাশের বাড়ির ছেলে, কখনও সঞ্জুর বেস্ট ফ্রেন্ড কখনও আবার উরির মেজর বিহান শেরগিল তিনি। এবার ভিকি কৌশল হাজির হচ্ছেন পুরোদস্তুর হরর জঁরের ছবি নিয়ে। শুক্রবার মু্ক্তি পেতে চেলছে ভূত:দ্য হরর শিপ পার্ট ওয়ান। ভগ্নদশাগ্রস্ত সি বার্ড নামের একটা জাহাজ মুম্বইয়ে জুহু বিচে এসে উপস্থিত খারাপ আবহাওয়ার জন্য, অথচ সেই জাহাজ জনমানবহীন! সার্ভে অফিসার পৃথ্বী অর্থাত্ ভিকির উপর দায় বর্তায় এই ঘটনার তদন্তের। শুধুমাত্র একটা টর্চকে সম্বল করেই সেই ভূতুড়ে জাহাজে প্রবেশ করে সে। এরপরই নানান ভৌতিক ঘটনার সম্মুখীন হয় পৃথ্বী,এই নিয়েই এগিয়েছে ছবির গল্প। ভিকি জানান, 'আর পাঁচটা বলিউডি হরর ছবির থেকে আলাদা এই ছবি। পুরোদস্তুর হরর ঘরানার ফিল্ম ভূত:দ্য হরর শিপ পার্ট ওয়ান'। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন ভানু প্রতাপ সিং।