আগামী ১০ মে বৃষ রাশিতে বক্রি ꦆহবেন বুধ। তিনদিন পর (আগামী ꧒১৩ মে) বুধ রাশিতে অস্ত যাবেন। তারপর আগামী ৩০ মে উদিত হবেন। মার্গী হবেন আগামী ৩ জুন।
বুধ বক্রি হওয়ার ফলে কয়েকটি রাশির জাতকদের খরচ বাড়বে। সেইসঙ্গে আরও কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে। কোন কোন রাশির𒉰 জাতকদের সতর্ক থাকতে হবে, তা জেনে নিন -
মিথুন রাশি- মিথুন রাশির দ্বাদশ স্থানে বক্রি 🌃হবেন বুধ গ্রহ। আর্থিক অবস্থার দিকে নজর দিতে হবে। বড় অঙ্কের লেনদেনের স🌸ময় ভরসাযোগ্য কোনও ব্যক্তিকে আপনার পাশে রাখুন। শরীর খারাপ হতে পারে। বিদেশের সঙ্গে যোগ থাকা ব্যবসা থাকলে মুনাফা লাভ করবেন।
আরও পড়ুন: Lunar Eclipse 2022: কয়েকদিন পরেই হতে চলেছে 𓃲চন্দ্রগ্রহণ, কখন শুরু হবে? ভারত থেকে কি দেখা যা🐬বে?
কন্যা রাশি- এই সময় ভাগ্যের ෴তেমন সহায়তা পাবেন না কন্যা রাশির জাতকরা। তাই ভাগ্যের আশায় বসে না থেকে কঠোর পরিশ্রম করতে হবে। কর্মক্ষেত্রে সাবধান থাকতে হবে। আপনার দিকে অফিসের উচ্চপদ🐼স্থ কর্মচারীরা বিশেষভাবে নজর নেবেন। বাবার সঙ্গে ঝামেলা হতে পারে।
তুলা রাশি- যাঁরা চাকরি করেন, তা💧ঁদের সতর্ক থাকতে হবে। এই সময় অফিসের রাজনীতি থেকে দূরে থাক🃏তে হবে তুলা রাশির জাতকদের। নিজের মনে যা আছে, তা পরিবারের সামনে বলে দিন। আপনার কোনও পছন্দের জিনিস চুরি হয়ে যেতে পারে।
বৃশ্চিক রাশি- আদালত সংক্রান্ত কাজে জড়িয়ে পড়তে পারেন। যাঁরা ব🏅িনিয়োগের পরিকল্পনা করছেন, তাঁদের অত্🤪যন্ত সতর্ক থাকতে হবে। যাঁরা ব্যবসা করেন, তাঁদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারেন।
ধনু রাশি- যে কাজের ক্ষেত্রে সতর্কতা বজায় রাখতে হবে। বিবাহিতদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির লোকের সঙ্গে অশান্তি হতে পারে। তাই ভেবেচিন্তে কথা বলতে হবে। আপনার♔ বিরুদ্ধে চক্রান্ত হতে পারে।
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে যে সব কথা বলা হয়েছে, তা যে পুরোপুরি সঠিক হবে, এমন দাবি করছে না হিন্দুস্তান টাইমস বাংলা। পুরোটাই জ্যোতিষীদ꧒ের বক্তব্য তুলে ধরা🌠 হয়েছে।)