মহালয়ার ভোর চারটের সময় 'আশ্বিনের শারদপ্রাতে' বেজে উঠলেই এক লহমায় আকাশ-বাতাসে পুজো পুজো ভাব চলে আসে। শুরু হয় দিন গোন🔯ার পাল। শরতের পেঁজা তুলোর মতো মেঘ, সেই মেঘকে ভেদ করে আসা রোদ জানান দেয়, পুজো তো আর মাত্র কয়েকটা দিন পরেই।
এবার পুরোটাই যেন আলাদা। আর এক সপ্তাহের মধ্যেই দেবী দুর্গার বোধন শুরু হচ্ছে না। শপিং মল থেকে শুরু করে নিউ মার্কেটের দোকান, গড়িয়াহাট মোড় অন্যবারের মতো গমগম করছে না। রাস্তার পাশের দোকানগুলিও আজ থেকে এগরোল-চাউমিনের সম্ভারে সেজে উঠছে না। ঢাকি বাবার সঙ্গে কাঁস💧র হাতে খুদের সদস্যের ছবি এখনই লেন্সবন্দি করা যাচ্ছে। কারণ পুজোর জন্য যে এখনও অপেক্ষা করতে হবে এক মাসেরও বেশি সময়।
তবুও বহুদিনের ꦆআবেগ তো। ভোর চা꧋রটের সময় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে ‘আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির..’ শুনেই মনটা হু হু করে উঠেছে। গায়ে কাঁটা দিয়ে উঠেছে। কাশের দোলনায় মন পাড়ি দিয়েছে দেবী দুর্গার কাছে। শুরু হয়ে গিয়েছে প্রতীক্ষা। আর তাই দেখে নিন কবে দেবী দুর্গা মর্ত্যে আসছেন।
এবারের দুর্গাপুজোর নির্ঘণ্ট
দেবীর আগমন : দেবী দুর্গার দোলায় আগমন। ফল - মড়ক।
ষষ্ঠী : ৪ কার্তিক (২১ অক্টোবর) দুপুর ২ টো ৪৫ মিনিট ১ সেকেন্ডে ষষ্ঠী পড়বে। ৫ কার্তিক (২২ অক্♛টোবর) দুপুর ১ টা ১২ মিনিট ১০ সেকেন্ড পর্যন্ত ষষ্ঠী থাকবে।
সপ্তমী : ৫ কার্তিক (২২ অক্টোবর) দুপুর ১ টা ১২ মিনিট ১১ 🐽সেকেন্ডে সপ্তমী পড়বে। ছাড়বে🐷 ৬ কার্তিক (২৩ অক্টোবর) বেলা ১২ টা ৪ মিনিট ১৯ সেকেন্ডে।
অষ্টমী : ৬ কার্তিক (২৩ অক্টোবর) বেলা ১২ টা ৪ মিনিট ২০ সেকেন্ডে অষ্টমী পড়বে। থাকবে ৭ কার্তিক (২৪ অক্টোবর) সকাল ১১ টা ২২ মিনিট ৪১♎ সেকেন্ড পর্যন্ত।
সন্ꦚধিপুজো : সন্ধিপুজো শুরু হবে ৭ 🍸কার্তিক (২৪ অক্টোবর) সকাল ১০ টা ৫৮ মিনিট ৪১ সেকেন্ডে। শেষ হবে সকাল ১১ টা ৪৬ মিনিট ৪১ সেকেন্ডে।
নবমী : নবমী পড়বে ৭ কার্তিক (২৪ অক্ট꧟োবর) সকাল ১১ টা ২২ মিনিট ৪২ সেকেন্ডে। ছাড়বে ৮ কার্তিক (২৫ অক্𓆏টোবর) সকাল ১১ টা ১১ মিনিট ১৫ সেকেন্ডে পর্যন্ত।
দশমী : ৮ কার্তিক (২৫ অক্টোবর) সকাল ১১ টা ১১ মিনিট ১৬ সেকে🌠ন্ডে দশমী পড়বে। থাকবে ৯ কার্তিক (২৬ অক্টোবর) সকাল ১১ টা ৩০ মিনিট ৯ সেকেন্ড পর্যন্ত।
দেবীর গমন : দেবী দুর্গার গ🃏জে গমন। ফল - শস্যপূর্ণ বসুন্ধরা।
(যাবতীয় সময় পি এন বাগচি পঞ্জিকা মতে)