𝓡 আগামিকাল মহানবমী। পুজো এবার শেষ হওয়ার দিকে। পুজোর মূল অনুষ্ঠানের শেষ দিনটি ভালো করে উপভোগ করা উচিত সকলেরই। এরকম সময়ে জেনে নিন, এই মহানবমীতে পুজো কখন, তাহলে আগামিকালের পরিকল্পনা করাটা সুবিধার হবে। তার সঙ্গে জেনে নিন, এই পুজোর মন্ত্রও।
মহানবমী
৫ কার্তিক ইং ২৩ অক্টোবর সোমবার- মহানবমী
♛পূর্বাহ্ণ ঘ ৯।২৮ মহানবমী দিবা ঘ ৩।৪ পর্যন্ত। পূর্বাহ্ণ মধ্যে (কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৭।৬ মধ্যে পুনঃ দিবা ঘ ৮।৩১ গতে পূর্বাহ্ণ মধ্যে)
🌺শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমীকল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপ্ত।
পূর্বাহ্ণ মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রতের পারণ।
এবার জেনে নিন মহানবমী পুজোর মন্ত্র
🌠১। কালি কালি মহাকালি কালিকে কালরাত্রিকে । ধম্মকামপ্রদে দেবি নারায়ণি নমোস্তু তে।।
🔯২। লক্ষ্মি লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি স্বধে ধ্রুবে । মহারাত্রি মহামায়ে নারায়ণি নমোস্তু তে।।
💛৩। কলাকাষ্ঠাদিরূপেণ পরিণামপ্রদায়িনি । বিশ্বস্যোপরতৌ শক্তে নারায়ণি নমোস্তু তে ।।
🥂এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযঞ্জ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ ||
🗹প্রনাম মন্ত্র সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তিসমন্বি তে । ভয়েভ্যস্ত্রাহি নো দেবি দুর্গে দেবি নমোস্তু তে ।।