দুঃস্বপ্নের চেয়েও খারাপ কেটেছে ২০২০ সালটা। চলতি বছরকে বিদায় জানিয়ে ২০২১-কে স্বাগত জানানোর জন্য সকলেই অধীর। প্রত্যাশা একটাই, ২০২১ যাতে ‘২০-র ঘায়ে প্রলেপ লাগাতে পারে। কথায় বলে, নিকষ কালো অন্ধকার রাতের পর নবজীবনের সূর্যোদয় হয়েই। ২০২১-কে সেই নবজীবনের সূর্যদয় রূপেই স্বাগত জানাতে চাইছে বিশ্বাসী। এ ব্যাপারে জ্যোতিষ কী বলছে, তা সকলেই ꧂জানতে ইচ্ছুক। জ্যোতিষ মতে, ২০২১-এর গ্রহগতি আশাবাদী ও শুভ জীবন এবং পুনরুত্থানের দিকে ইঙ্গিত ক𓆏রছে।
আরও পড়ুন : বার্ষিক ট্যারো রাꦉশ♌িফল ২০২১: কেমন যাবে মেষ, বৃষ, মিথুন, কর্কটের নববর্ষ
২০২১-এর কাছে কী প্রত্যাশা রাখতে পা🍒রেন, তা সংক্ষেপে জানানো রইল এখানে—
- কন্যা ও কর্কট লগ্ন নববর্ষের প্রথম জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা। এই লগ্ন দ্বয় শুভ প্রভাব বিস্তারের দিকে ইঙ্গিত দিচ্ছে।
- ব্যবসা ও কেরিয়ারের জন্যও ২০২১ অনুকূল ও উপযুক্ত।
- মিথুন, ধনু ও বৃশ্চিক রাশির জাতকরা বছরের প্রথম তিন মাস নিজের স্বাস্থ্য সম্পর্কে বিশেষ ভাবে সচেতন হন।
- চন্দ্রের পুষ্যা নক্ষত্র ও লগ্ন হস্ত নক্ষত্রে প্রবেশের ফলে ২০২১ আর্থিক ও বৈবাহিক জীবনের জন্য অনুকূল। আবার ২০২১-এর অধিপতি বুধ, সূর্যের সঙ্গে চতুর্থ কক্ষে প্রবেশ করছে। এই গ্রহগতির ফলে কেরিয়ার ও স্বাস্থ্যে উন্নতির সম্ভাবনা প্রবল।
আরও পড়ুন : বার্ষিক ট্যারো রাশিফল ২০২১: কেমন যাবে ধনু,🐼 মকর, কুম্ভ, মীনের෴ নববর্ষ
- শনি ও বৃহস্পতি উদ্ভাবনী শক্তি ও বু্দ্ধিমত্তার প্রয়োগ করে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে সহযোগিতা করবে।
- শনি ও বৃহস্পতির কুম্ভে অবস্থান উদ্দীপনায় পরিপূর্ণ ও আন্তরিক পরিবেশ গড়ে তুলতে সাহায্য করবে। আবার বস্তুগত সম্পদ গড়ে তোলার ক্ষেত্রেও বৃহস্পতির সহায়তা পাওয়া যাবে।
- বৃষ, কন্যা ও মকর রাশির জাতকরা মর্যাদা ও প্রশংসা লাভ করবেন। প্রবল সম্ভাবনাময় জীবনের দিকে অগ্রসর হবেন, এমনই প্রত্যাশা করা যায়।
- মেষ, সিংহ ও ধনু নিজের দীর্ঘমেয়াদি কঠিন পরিশ্রম ও চেষ্টার সুফল লাভ করবে।
আরও পড়ুন : বার্🧔ষিক ট্যারো রাশিফল ২০২১: কেমন যাবে সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিকের෴ নববর্ষ