মাত্র কয়েকদিনের অপেক্ষা, তার পরই দোল। উত্তর ভারতের প্রথা অনুযায়ী, আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে হোলাꦆষ্টক। এ সময় সমস্ত ধরনের শুভ কাজ বর্জিত। এর পর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল উৎসব পালিত হয়। আবার উত্তর ও পশ্চিম ভারতে এ দিন হোলিকা দহন করা হয়। সেই অনুযায়ী ১৭ মার্চ হোলিকা দহন ও ১৮ মার্চ হোলি। চলতি বছর দোলে এ𓆉কাধিক শুভ যোগ সৃষ্টি হতে চলেছে।
কী কী শুভ যোগ থাকছে দোলে?
এ বছরের দোলে বৃদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ ও ধ্রুব যোগ থাকবে। মনে করা হয় বৃদ্ধি যোগে করে থাকা সমস্ত কাজ লাভ প্রদান কর꧋ে, যা ব্যবসার জন্য উপযোগী। আবার সর্বার্থসিদ্ধি যোগে ভালো কাজের ফলে পুণয লাভ করা যায়।
অন্য দিকে ধ্রুব যোগের কারণে চন্দ্র ও সমস্ত রাশির ওপর ভালো প্রভাব পড়ে। 📖মনে করা হয় ধ্রুবযোগের কারণে কোষ্ঠির চন্দ্র মজবুত হয়।
পূর্ণিমা ও হোলিকার (উত্তর ভারতে) শুভক্ষণ
পূর্ণিমা তিথি শুরু- ১৭ মার্চ দুপুর ১টা ২৯ মিনিট।
প༺ূর্ণিমা তিথি সমাপ্ত- ১৮ মার্চ দুপুর ১২টা ৪৭ মিনিট।
হোলিকা (উত্তর ভারতে) দহনের শুভক্ষণ- ১৭ ম🐻ার্চ রাত ৯টা ০৬ মিনিট থেকে ১০টা ১৬ মিনিট পর্যন্ত।
হোলি (উত্তর ভারতে)- ১৮ মার্চ, শুক্রবার।