Maha Shivaratri 2024: মহাশিবরাত্রিতে কীভাবে করবেন উপবাস? কী কী খাবেন, মানতে হবে কী কী নিয়ম Updated: 07 Mar 2024, 07:00 PM IST Anamika Mitra Maha Shivaratri 2024: মহাশিবরাত্রির দিনে রাতের উপাসনার গুরুত্ব রয়েছে। সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের পূর্বের সময়কে প্রহর বলা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই দিনে কীভাবে পুজো করলে ভোলেনাথের পুজো ফলদায়ক হবে, জেনে নিন এখান থেকে।