☂ জ্যোতিষশাস্ত্রে গ্রহরা সময়ে সময়ে নিজের অবস্থান পাল্টে ফেলে। তার প্রভাব সমস্ত রাশিতে পড়ে। এর জেরে বহু রাশিতে লাভের মুখ দেখেন জাতক জাতিকারা, আবার অনেকের ভাগ্যে আসে দুর্ভাগ্যের ছায়া। তেমনই এবার রাহু, শুক্রকে সঙ্গে নিয়ে তৈরি করতে চলেছেন যুতি। তাও আবার জানুয়ারি মাসের শেষেই রয়েছে তাঁদের যুতি। যার ফলে, জানুয়ারির শেষে রাহুর সঙ্গে শুক্রের যুতি তৈরি হবে। দেখা যাক, এরফলে কারা কারা লাভের মুখ দেখতে পাবেন।
কর্কট
𝓀এই যুতি আপনার জন্য অত্যন্ত লাভদায়ী হবে। কারণ এই যুতি আপনার রাশিতে নবমস্থানে তৈরি হতে চলেছে। এই সময় আপনার ভাগ্যে তুমুল উন্নতির যোগ দেখা যাবে। আপনি কাজের সূত্রে কোথাও বেড়াতে যেতে পারেন। যা শুভ প্রমাণিত হবে। কোনও কাজ যদি আটকে থাকে, তাহলে তার লাভ পেতে পারেন। সৌভাগ্যের সমর্থন আপনি সর্বদা পেতে থাকবেন। আপনার আটকে থাকা ঋণও এবার পরিশোধ হবে। কোনও পরিকল্পনা আগে থাকলে, সাফল্য দেবে। আয় বাড়বে। স্বাস্থ্য ভালো থাকবে। জীবনসঙ্গীর কৃপা পাবেন।
কন্যা
☂এই সময় বিবাহিতদের ভালো সময় কাটতে চলেছে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটতে চলেছে। জীবনসঙ্গীর সহযোগিতা সব কাজে পাবেন। প্রেমের সম্পর্ক আগের থেকে ভালোর দিকে যাবে। প্রেমের ক্ষেত্রে সঙ্গিনীর সঙ্গে কাটবে ভালো সময়। যাঁরা অবিবাহিত, তাঁদের জীবনে বিয়ের প্রস্তাব আসতে পারে। প্রতিটি কাজে সাফল্য আসতে পারে। বহু দিন ধরে আটকে থাকা কাজ পুরো হতে পারে।
মীন
♏এই যোগ আপনার গোচর কুণ্ডলীতে ভালো প্রভাব ফেলবে। এই সময়কাল চাকরিরতদের জন্য ভালো। সহকর্মীদের সঙ্গে দেখা করে সব কিছু ভালোর দিকে যাবে। মন ভালো থাকবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। আপনি যদি রাজনীতিতে সক্রিয় হন, তাহলে সাফল্য পাবেন। এই সময় ব্যবসায়ীদের ব্যবসায় উন্নতি দেখতে পাবেন। আয় আগের থেকে বৃদ্ধি হবে। ব্যাঙ্ক ব্যালেন্স ভালোর দিকে যাবে। বহু ইচ্ছা পূরণ হবে।
রাহু ও শুক্রের যুতি
🌄মীন রাশিতে ২৮ জানুয়য়ারি ২০২৫ সালে সকাল ৭ টা ১২ মিনিটে প্রবেশ করবেন শুক্র। আর সেখানে আগে থেকেই বসবাস করছেন রাহু। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন।
﷽(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )