বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে নবগ্রহের মধ্যে চন্দ্রের গতি সবচেয়ে দ্রুত। একই রাশিতে চন্দ্র প্রায় আড়াই দিন থাকেন। আর তারপরই সেখান থেকে অন্য রাশিতে চলে যান। তবে এবার চন্দ্র, মঙ্গলের সঙ্গে যুতি তৈরি করছেন। চন্দ্রের সঙ্গে যেকোনও গ্রহের যুতি, খুবই শুভ মনে করা হয়। আর এবার ৯ জানুয়ারি রয়েছে গজকেশরী যোগ। সেখানে মঙ্গল ও চন্দ্রের যুতি বড় ভূমিকা পꦫালন করতে চলেছেন। আর এই গজকেশরী রাজযোগের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখোমুখি হতে চলেছেন। কারা কারা লাকি হতে চলেছেন এই গজকেশরী যোগে? দেখা যাক।
বৃষ
দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ আজ সম্পন্ন হবে। প্রতিটি ক্ষেত্রে আসবে অপার সাফল্য। দীর্ঘ দিনের আটকে থাকা কাজ হঠাৎ শুরু হবে। মা লক্ষ্মীর কৃপায় ভাগ্যের সম্পূর্ণ সমর্থন পাবেন। সব চ্যালেঞ্জ থেকে পাবেন মুক্তি। চাকরিরতদে✃র জন্য এই সময়টি খুবই ভালো। কেরিয়ারে উন্নতি হবে। আকস্মিক ধনলাভ হবে। ভবিষ্যতের জন্য টাকা সঞ🗹্চয় করে রাখতে পারবেন।
ধনু
গজকেশরী যোগের ফলে হঠাৎ করে আপনাদের ভাগ্যে ধন সম্পত্তির বৃদ্ধি হবে। কেরিয়ারের দিক থেকে ভালো লাভ ℱপাবেন। চাকরিরতরা নিজের কাজে পুরো ফোকাস করলে পাবেন লাভ। যে রণনীতি বানিয়েছেন, তা থেকে পাবেন সম্পূর্ণ লাভ। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। কোনও ঋণ শোধ করতে পারবেন। স্বাস্থ্য ভালোর দিকে যাবে।
কুম্ভ
গজকেশরী যোগ আপনার জন্য খুবই লাভদায়ক হবে। জাতক জাতিকারা সৌভাগ্যের সম্পূর্ণ সমর্থন পাবেন। দীর্ঘদিন ধরে যে কাজ আটকে রয়েছে, তা এবার সম্পন্ন হবে। কোনও কাজে যদি পরি💎শ্রম করে থাকেন, তাহলে তার ফল এবার পাবেন। কোনও একটি কাজে আপনার দ্বারা ভালো সাড়া পাওয়া যাবে। আপনি যেমন লাভ পাবেন, তেমনই খুব খুশিও হবে। মা💛 লক্ষ্মীর খুব কৃপা পাবেন। চাকরিরতরা বিভিন্ন দিক থেকে লাভ পাবেন।
৯ জানুয়ারি কখন রয়েছে গজকেশরী যোগ?
৯ জ𒐪ানুয়ারি সন্ধ্যা ৮ টা ৪৬ মিনিটে বৃষ রাশিতে চন্দ্রের প্রবেশ হবে। যেখানে আগে থেকেই বিরাজমান রয়েছে গুরু। আর তারফলেই গজকেশরী যোগের নির্মাণ হবে।
(💃এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)