🐲 সিডনিতে অনুষ্ঠিত হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে পঞ্চম টেস্ট ম্যাচ। এই ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়ক জসপ্রীত বুমরাহ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। প্রথম ইনিংসে ১৮৫ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। এরপর অস্ট্রেলিয়াকে ১৮১ রানে অলআউট করে টিম ইন্ডিয়া।
𒆙ম্যাচের দ্বিতীয় ইনিংসে এবার ভালো লক্ষ্য নির্ধারণের সুযোগ পেয়েছে টিম ইন্ডিয়া। এই সময়ে, টিম ইন্ডিয়ার তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে নিজের নামে বড় রেকর্ড গড়েছেন, কিন্তু দারুণ একটি রেকর্ড মিস করেছেন তিনি।
আরও পড়ুন… 🐻ISL 2024-25: নর্থ-ইস্টকে আটকে দিল মহমেডান, পাহাড় থেকে পয়েন্ট নিয়ে ফিরছে সাদা কালো ব্রিগেড
ঋষভ পন্ত এই দুর্দান্ত রেকর্ড মিস করেছেন
𒆙সিডনিতে ঋষভ পন্ত যখন টিম ইন্ডিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে ক্রিজে আসেন, তখন টিম ইন্ডিয়া ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। সেখান থেকে পন্ত বিস্ফোরক ইনিংস খেলে ভারতের হয়ে একটি বিশেষ রেকর্ড গড়েন। এই ম্যাচে ৩৩ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন ঋষভ পন্ত। মাত্র ২৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের হয়ে এটি দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি। এর আগে, ২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৮ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন পন্ত। যা ভারত থেকে দ্রুততম। এই ম্যাচে দ্রুততম হাফ সেঞ্চুরি করে নিজের রেকর্ড ভাঙতে পারতেন, কিন্তু তিনি অল্পের জন্য সেটি মিস করেন।
আরও পড়ুন… 𝔍ZIM vs AFG: ক্রিকেটে উইলিয়ামসের দৃষ্টান্ত স্থাপন! সততার জন্য অর্ধশতরান ত্যাগ করলেন
❀যাই হোক এই ইনিংসে ৩৩বলে ৬১ রান করেন ঋষভ পন্ত। এই সময়ে তিনি ছয়টি চার ও চারটি ছক্কা হাঁকিয়েছিলেন। পন্তের সেই বিধ্বংসী ইনিংসের ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে।
দেখুন ঋষভ পন্তের সেই ইনিংস-
টেস্ট ক্রিকেটে ভারতের পক্ষে দ্রুততম হাফ সেঞ্চুরি
২৮ বল - ঋষভ পন্ত
২৯ বল - ঋষভ পন্ত
৩০ বল - কপিল দেব
৩১ বল - শার্দুল ঠাকুর
৩১ বল – যশস্বী জসওয়াল
💝ঋষভ পন্তও তার ৬১ রানের ইনিংসে মোট ৬টি চার ও ৪টি ছক্কা মেরেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী ব্যাটসম্যানের ৩৩ বলে এটি দ্রুততম ইনিংস খেলেন। এই ইনিংসে তিনি ১৮৪.৮৫ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন পন্ত। এর আগে ইংল্যান্ডের জন ব্রাউন (মেলবোর্ন ১৮৯৫) এবং ওয়েস্ট ইন্ডিজের রয় ফ্রেডেরিকস (পার্থ ১৯৭৫) ৩৩ বলের দ্রুততম ইনিংস খেলেছিলেন। ৫০ বছর পর এই রেকর্ড ভাঙলেন ঋষভ পন্ত।
আরও পড়ুন… 🔯SA vs PAK 2nd Test: প্রথম দিনেই পাকিস্তান দলে বড় ধাক্কা! ছিটকে গেলেন সইম আয়ুব
ঋষভ পন্ত ৬১ (৩৩) টেস্ট ইতিহাসে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় দ্রুততম পঞ্চাশের বেশি স্কোর করেন।
অস্ট্রেলিয়ায় এক ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেট (সর্বনিম্ন ৫০ রান):
▨২০৩.৭০ - সিডনিতে ডেভিড ওয়ার্নার বনাম পাকিস্তান, ২০১৭
১৮৪.৮৪ - ঋষভ পন্ত বনাম অস্ট্রেলিয়া সিডনিতে, ২০২৫
꧙১৭২.৮৮ - অ্যাডাম গিলক্রিস্ট বনাম ইংল্যান্ড পার্থ, ২০০৬