বাংলা নিউজ > ভাগ্যলিপি > এই ৬টি জিনিস পেলে খুশি হবেন নাড়ুগোপাল
১২ অগস্ট কৃষ্ণ জন্মাষ্টমী।⛄ এদিন ভক্তরা উপোস থেকে কৃষ্ণের পুজো করেন। জন্মাষ্টমীতে কৃষ্ণের আশির্বাদ লাভের জন্য কিছু উপচার মেনে চলা দরকার।
- কৃষ্ণ নিজের মাথায় সব সময় ময়ূরপঙ্খ ধারণ করতেন। ময়ূরপঙ্খ কৃষ্ণের অত্যন্ত প্রিয়। জন্মাষ্টমীর দিন কৃষ্ণকে অবশ্যই ময়ূরপঙ্খ অর্পণ করবেন।
- বাঁসি কৃষ্ণের প্রিয়। কৃষ্ণের ছবিও বাঁসি ছাড়া অসম্পূর্ণ। জন্মাষ্টমীর দিন কৃষ্ণকে রুপোর বাঁশি অর্পণ করা উচিত। পুজোর পর এই বাঁশি নিজের পার্স বা টাকা রাখার জায়গায় রেখে দেওয়া উচিত।
- কৃষ্ণ গোপালক। জন্মাষ্টমীর দিন বাড়িতে গোরু-বাছুরের ছোট প্রতিমা নিয়ে আসুন। এর ফলে আর্থিক সমস্যাও দূর হবে ও আর্থিক পরিস্থিতিতে উন্নতি হবে। এমনকি সন্তান সংক্রান্ত সমস্যাও দূর হবে।
- জন্মাষ্টমীর দিন কৃষ্ণকে ৫৬টি ব্যঞ্জনের ভোগ দেওয়া উচিত। ধর্মীয় বিধান অনুযায়ী ৫৬ ভোগে কৃষ্ণ প্রসন্ন হন ও ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন।
- বিষ্ণু ও লক্ষ্মীর পরিজাত ফুল অত্যন্ত প্রিয়। কৃষ্ণ বিষ্ণুর অবতার। তাই জন্মাষ্টমীর দিন পুজোয় পরিজাত ফুল অবশ্যই ব্যবহার করবেন।
- জন্মাষ্টমীতে কৃষ্ণের বালক রূপের পুজো করা হয়। এদিন শঙ্খের মধ্যে দুধ নিয়ে কৃষ্ণের বালক রুপের অভিষেক করা হয়। শঙ্খ বিষ্ণুরও প্রিয়।
আজকের রাশিফল
ভাগ্যলিপি খবর