হিন্দু ক্যালেন্ডার অনুসারে, ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়। এটা বিশ্বাস করা হয় যে জন্মাষ্টমীতে উপবাস করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায়। এর সঙ্গে ভক্তদের জীবন থেকে সকল কষ্ট দূর হয়। শ্রীকৃষ্ণের আশীর্বাদে নিঃসন্তান নারীরা সন্তান লাভ করে। এবার জন্মাষ্টমীর উৎসব পালিত হতে যাচ🦄্ছে ৬ সেপ্টেম্বর ২০২৩ বুধবার। বিশ্বাস অনুসারে,﷽ এই দিনে শ্রী কৃষ্ণের ৫২৫০ তম জন্মাষ্টমী পালিত হবে। এবারের জন্মাষ্টমী খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আসুন, জেনে নিই জন্মাষ্টমীর পুজো পদ্ধতি ও শুভ সময়।
জন্মাষ্টমীর শুভ সময়
অষ্টমী তিথি ৬꧋ সেপ্টেম্বর ২০২৩ বুধবার বিকাল ৩ টা ৩৭ মিনিটে শুরু হবে। এই অষ্টমী তিথি ৭ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৪ টা ১৪ মিনিটে শেষ হবে। যেখানে জন্মাষ্টমীর শুভ সময় হবে রাত ১২ টা ০৭ মিনিট থেকে রাত ১২ টা ৪৮ মিনিট পর্যন্ত। এই মুহূর্তে লাড্ডু গোপালের পুজো করা হয়। নিয়মানুযায়ী পুজো করলে সকল ইচ্ছা পূরণ হয়। পুরাণ অনুসারে, শ্রীকৃষ্ণের জন্ম রোহিণী নক্ষত্রে মধ্যরাতে ১২টায়। এই বিশ্বাস অনুসারে, ৬ সেপ্টেম্বর গৃহস্থরা তার জন্মবার♕্ষিকী উদযাপন করবেন। এদিন রোহিণী নক্ষত্রেরও সংযোগ ঘটছে।
এভাবে উপাসনা করুন
জন্মাষ্টমীর উপবাসে অষ্টমীর দিন উপবাস করে নবমীর দিন পারণ করার পর উপবাস পূর্ণ হয়। এই উপবাসের একদিন আগে অর্থাৎ সপ্তমীর দিনে শুধুমাত্র হালকা ও🦩 সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হবে। উপবাসের দিন সকালে স্নান ইত্যাদির পর সমস্ত দেবতাকে নমস্কার করুন। পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসুন। হাতে জল, ফল ও ফুল নিয়ে উপবাসের ব্রত নিন।
ভগবান কৃষ্ণ এবং মাতা দেবকীর একটি মূর্তি বা সুন্দর ছবি স্থাপনღ করুন। দেবকী, বাস𝓰ুদেব, বলদেব, নন্দ, যশোদা ও লক্ষ্মীর নাম ধরে পুজো করুন। এই ব্রতের উপবাস ভাঙা হয় রাত ১২টার পর। এই ব্রতে শস্যদানা ব্যবহার করা হয় না।