গলায় তাঁর মুণ্ডমালা। কোমরের কটিবন্ধ তৈরিꦜ রক্তাক্ত ছিন্ন হাত দিয়ে। করালরূপী মা কা𝔉লীর পোশাক বলতে এই। হিন্দু দেবদেবীদের প্রায় প্রত্যেকেরই রয়েছে পোশাক। কিন্তু মা কালীর অঙ্গে নেই কোনও বসন। তাই তাঁকে দিগম্বরীও বলা হয়। কিন্তু কেন তাঁর অঙ্গে কোনও পোশাক নেই? কেন তিনি বিবসনা? কী বলছে তাঁর উদ্ভবকাহিনি?
(আরও পড়ুন: বিপ্লবীদের ‘মা’ আজও ♉পূজিত হন স্বমহিমায়! সুভাষচন্দ্রের উদ্যোগেই শুরু এই পুজোর)
‘কাল’ অর্থাৎ সময় থেকে ‘কালী’ শব্দটির উৎপত্তি। যিনি কালের নিয়ন্তা, তিনিই কালী। তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিন কালেই যাতায়াত করতে পারেন। কালের নিয়ন্ত্রণ তাঁর হাতে। ত্রিনয়নী কালীর তিন নেত্রও তাই কালের পরিচায়ক। আবার তাঁর এই তিন চোখেই রয়েছে সত্য, শিব এবং সুন্দরের দৃষ্ট💮ি। মা কালীর এই ক্ষমতার মধ্যেই লুকিয়ে তাঁর বিবসনা হওয়ার ব্যাখ্যা।
কালীসাধক তাঁর গানে বার বার বলছেন, ‘বসন পরো মা’। ভক্ত যতই দেবীর কাছে এমন প্রার্থনা করুন, শাস্ত্র কিন্🐻তু অন্য কথাই বলছে। তাতে বꦡলা হয়েছে, মা কোনও পোশাক পরিধান করবেন না। মায়ের বিবসনা রূপের সঙ্গে জড়িয়ে রয়েছে এক গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা।
(আরও পড়ুন: রামায়ণ🧸-মহাভারতেও দীপাবলির মাহাত্ম্য💦 অসীম! মহাকাব্যের সঙ্গে কীভাবে জড়িয়ে দিনটি)